তফসিল ঘোষণার পর দেশে অরাজকতা সমর্থন করা যায় না : জমিয়ত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:০৮
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ রকম অরাজক পরিস্থিতি কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) জামেয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুরে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।
তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কারো কাছ থেকে দেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন কোন বক্তব্যও প্রত্যাশা করে না, সুতরাং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।
আইএইচ/

