গোলাম আজমসহ তার সাঙ্গপাঙ্গরা জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪
বাংলাদেশের খবর
গোলাম আজমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়— এ প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘এই দলটি ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল এবং এখন পর্যন্ত কখনোই দেশের শান্তি কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় দেশটি যেন একটি বিপাকে পড়ে, খারাপ অবস্থার দিকে চলে যায় এবং অশান্ত বাংলাদেশে পরিণত হয় ‘
২৪ ও ৭১–কে মুখোমুখি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে ২৪–এর কোনো তুলনা নেই এবং তুলনার কোনো সম্ভাবনাও নেই।’
‘গণমানুষের চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষার সব বিষয় মাথায় রেখে আজ এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় আমরা আগে কখনো পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে দলের পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর যে আশা, আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাইফুল ইসলাম শাওন/এনএ

