Logo

রাজনীতি

তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেন : নিপুণ রায়

Icon

সাইফুল ইসলাম শাওন, সাভার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬

তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেন : নিপুণ রায়

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেন। দীর্ঘ ১৭ বছর পর তিনি স্বদেশে ফিরেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে এক নজর দেখতে এসে সম্মান জানাচ্ছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন।

নিপুণ রায় বলেন, ‘আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের নেতা, গণমানুষের নেতা। তিনি গণমানুষের জন্য রাজনীতি করেন, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন। দীর্ঘ ১৭ বছর পর গতকাল তিনি স্বদেশে ফিরেছেন। দেশের আপামর জনগণ তাকে সম্মান জানাতে এবং এক পলক দেখার জন্য সারা বাংলাদেশ থেকে সমবেত হয়েছেন।’

তিনি জানান, তারেক রহমান তার বক্তব্যে জানিয়েছেন, সব শ্রেণি-পেশা, ধর্ম ও মতের মানুষকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে চান তিনি। সেখানে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষ তার স্বাধীনতা ফিরে পাবে এবং প্রত্যাশিত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা হবে।

নিপুণ রায় আরও বলেন, শুক্রবার জুমার নামাজ আদায় করে তারেক রহমান প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবেন।

এ সময় দলের সাংগঠনিক প্রস্তুতির কথাও উল্লেখ করেন নিপুণ রায়। তিনি বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ দর্শনার্থীরা রাস্তার দুই পাশে অবস্থান করে নেতাকে স্বাগত জানাবেন। তারেক রহমানও তাদের শুভেচ্ছা গ্রহণ করবেন।

তবে নিরাপত্তা বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্বে থাকবেন। জেলা বিএনপি তত্ত্বাবধানে থাকবে। ঢাকা জেলার অন্তর্ভুক্ত ঢাকা–১, ঢাকা–২, ঢাকা–৩, ঢাকা–১৯ ও ঢাকা–২০—এই পাঁচটি আসনের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নিপুণ রায় বলেন, বিএনপি শান্তির পথে এগোতে চায়। তিনি দাবি করেন, দেশে যে অস্থিরতা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা মানুষের জীবনে সংকট ডেকে এনেছে। এই প্রেক্ষাপটে বিএনপির নেতা তারেক রহমান এমন এক বাংলাদেশ গড়ার কথা বলেছেন, যেখানে একজন মা নিশ্চিন্তে তার সন্তানকে বাইরে পাঠাতে পারবেন এবং সে ভয়মুক্তভাবে ঘরে ফিরবে। এমন বাংলাদেশ হবে নিরাপদ ও শান্তির, যেখানে সমঅধিকার, স্বাধীনতা, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত থাকবে এবং জনগণই হবে প্রধান শক্তি।

এ সময় ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর