Logo

রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমি আপনাদের জানালাম। সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য এবং সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে রাশেদ খাঁন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর