Logo

রাজনীতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় মানুষের ঢল

Icon

রেজাউল করিম, টাঙ্গাইল

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৩২

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় মানুষের ঢল

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক-সামাজিক বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

জানাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ এবং মাহমুদুল হাসানের পুত্র রাশেদ হাসানসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে টাঙ্গাইলের সন্তোষস্থ পারিবারিক বাসভবনে দাফন করা হয়।

মাহমুদুল হাসান গত বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার গুলশানের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদরের মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালের ১৩ জুন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান এবং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে কাশ্মীরের আখনুর সেক্টরে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল পদে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি এরশাদের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালের উপনির্বাচনে পুনরায় সংসদে প্রতিনিধিত্ব করেন। তিনি ১৯৮৯-১৯৯০ পর্যন্ত জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর