Logo

রাজনীতি

ফেনী জেলা ছাত্রদল চালাচ্ছেন বাবারা

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

ফেনী জেলা ছাত্রদল চালাচ্ছেন বাবারা

ছবি : বাংলাদেশের খবর

ফেনী জেলা ছাত্রদলের নেতৃত্বে এখন প্রায় পুরোদমে বাবাদের দখল। সংগঠনটির জেলা কমিটির প্রথম সারির নেতাদের প্রায় সবাই বিবাহিত, অনেকেই স্কুল-মাদ্রাসায় পড়া সন্তানের জনক। ছাত্র রাজনীতির মাঠে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এখন তাদের প্রজন্মগত দূরত্ব স্পষ্ট। ফলে একদিকে যেমন সংগঠনের চলনে বলনে জড়তা, অন্যদিকে তৃণমূল পর্যায়ে তৈরি হচ্ছে অসন্তোষ।

জানা যায়, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন (২০০২ সালে এসএসসি পাস) ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন (২০০১ সালে এসএসসি পাস) উভয়েই সন্তানের পিতা। এই কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে যুগ্ম সম্পাদক পর্যায়ের অধিকাংশ নেতাই এখন সংসার জীবনযাপন করছেন। অনেকে আইনজীবী, ব্যবসায়ী বা প্রবাসী হিসেবে কর্মজীবনও গড়ে নিয়েছেন।

২০১৮ সালে গঠিত ৩৯৬ সদস্য বিশিষ্ট কমিটির ৩০ জন সহ-সভাপতি বিবাহিত। এছাড়া যুবদল স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আছেন ১০ জন।

গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর পরপর কমিটি পুনর্গঠনের কথা থাকলেও ফেনী জেলা ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ প্রায় ৮ বছর পার করেছে। নতুন করে কোনো সম্মেলন বা নির্বাচনের মাধ্যমে তরুণ নেতৃত্ব গড়ে তোলার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তৃণমূল কর্মীর আক্ষেপ থাকলেও দায়িত্বশীল পর্যায়ে তেমন সাড়া নেই।

স্থানীয় একটি সূত্র জানায়, ‘ছাত্র সংগঠনে এখন যারা নেতৃত্বে, তারা নিজের সন্তানকে স্কুলে নিয়ে যান, কিন্তু সাধারণ ছাত্রদের সমস্যা বা সংগঠনের সভায় তাদের উপস্থিতি কম। ফলে যারা সদ্য ক্যাম্পাসে ভর্তি হয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে না।’

একই সংগঠনের এক তরুণ কর্মী বলেন, ‘আমরা যখন নতুন, তখন বাবাদের সঙ্গে কথা বলতেও সংকোচ লাগে। তারা আমাদের চিন্তা-চেতনা ধরতে পারছেন না, আমরা তাদের ভাষা বুঝতে পারছি না।’

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন অবশ্য এ অবস্থার জন্য দায়ী করেন ‘ফ্যাসিবাদী শাসনামলের দীর্ঘ ক্ষতিকে। তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক দল, তাই দীর্ঘ সময় রাষ্ট্রীয় চাপ আমাদের সাংগঠনিক কাজ ব্যাহত করেছে। তবে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেকই আমরা কমিটি পরিচালনা করছি। আগামী নির্বাচনে জয়লাভ হলে সাংগঠনিক পুনর্গঠন ত্বরান্বিত হবে।’

তবে তার এই ব্যাখ্যা তৃণমূল কর্মীদের সন্তুষ্ট করতে পারছে না। তাদের অভিযোগ, বিগত সরকারের সময়েও সংগঠন সক্রিয় ছিল, কিন্তু এখন নেতৃত্বের জবাবদিহিতা ও সংস্কারের অভাবে ছাত্রদল তার গতিশীলতা হারাচ্ছে।

ফেনীর এই চিত্র শুধুমাত্র একটি জেলার নয়, এটি দেশের অনেক ছাত্র সংগঠনেরই সাধারণ দৃশ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, সময়মতো নেতৃত্বের হস্তান্তর ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ না হলে ছাত্র রাজনীতি তার মূল উদ্দেশ্য থেকে ক্রমশ দূরে সরে যাবে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর