Logo

রাজনীতি

১০ দলীয় জোটের প্রচারে পঞ্চগড় সফরে যাচ্ছেন জামায়াত আমির

Icon

এসকে দোয়েল, পঞ্চগড়

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৫:৪১

১০ দলীয় জোটের প্রচারে পঞ্চগড় সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের সমর্থনে পঞ্চগড় সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন জানান, ‘আগামী ২৩ জানুয়ারি আমাদের কেন্দ্রীয় নেতা ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে আসবেন। তিনি চিনিকল মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন এবং জোটের প্রার্থীদের পক্ষে জনগণের ভোট চাইবেন।’

জামায়াত আমীরের আগমন ও পঞ্চগড়-১ ও ২ আসনের জোট প্রার্থীদের পক্ষে এ প্রচার সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতের সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা মফিজ উদ্দীন, মিডিয়া বিভাগের সম্পাদক শাহীদ আল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর