Logo

খেলা

মালদ্বীপে কাভা কাপ ২০২৫-এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

মালদ্বীপে কাভা কাপ ২০২৫-এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল

বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করবে। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি মালের উদ্দেশে রওনা হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশ নেবে, যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হতে যাচ্ছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান দলের সার্বিক সহযোগিতা প্রদান করে তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেছেন। দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ব্যাপক সহায়তা প্রদান করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ১ম বারের মতো দেশের বাহিরে মেয়েরা খেলতে যাচ্ছে এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। ট্রফি নিয়ে ও বিজয়ী বেশে তারা দেশে ফিরবে বলে এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশবাসীর সাপোর্ট ও দোয়া চেয়েছেন ফারুক হাসান। এছাড়াও বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫ এ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কেএইচ/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মালদ্বীপ বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর