Logo

খেলা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে সৃষ্ট জটিলতা যেন কাটছেই না। নিরাপত্তা শঙ্কা ও ‘মুস্তাফিজ ইস্যুতে’ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ই-মেইল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

আইসিসির কাছে দ্বিতীয় মেইল পাঠানোর পর থেকেই সেটার রিপ্লাইয়ের অপেক্ষায় আছে বিসিবি। এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে নাকি পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার। রোববার জিও সুপারকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা।

সূত্র আরও জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতাকে পুঁজি করে পিসিবি এই আত্মবিশ্বাস দেখাচ্ছে।

নিরাপত্তা শঙ্কা আর ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে বিসিবির অনড় অবস্থানে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর সমাধানে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহের। ঠিক সেই মুহূর্তেই পিসিবির এই আগ্রহ সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই ভেন্যুগুলো এখন অনিশ্চিত। আইসিসি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর