ভারতে না যাওয়া নিয়ে বাংলাদেশের পক্ষে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৩:২১
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন জানিয়েছে পিসিবি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধের পর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ বুধবার আইসিসি বোর্ড সভা ডেকেছে। তবে এই সভা পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
এদিকে পিসিবির চিঠির সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও ধারণা করা হচ্ছে, এতে আইসিসির অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না। আইসিসি শুরু থেকেই নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে। গত সপ্তাহে বিসিবির সঙ্গে বৈঠকেও একই অবস্থান জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হবে না। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো পক্ষই অবস্থান থেকে সরে আসেনি। সর্বশেষ বৈঠকটি হয় গত সপ্তাহান্তে ঢাকায়। আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করতে চাইলেও বিসিবি জানায়, তারা নিরাপত্তাজনিত কারণে দল পাঠাতে পারবে না।
এর আগে গুঞ্জন ওঠে, বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। এমনকি বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে— এমন কথাও শোনা যায়। তবে এসব বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
এই অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছেন, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে দল অন্ধকারে রয়েছে। তিনি জানান, কোথায় ও কার বিপক্ষে খেলতে হবে—এটা জানা থাকলে প্রস্তুতি সহজ হতো। তবে যেকোনো সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়রা প্রস্তুত বলেও জানান তিনি।
এদিকে বিবিসি জানিয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইসিসি এখনো স্কটিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি। স্কটল্যান্ড সুযোগ এলে প্রস্তুত থাকলেও বিসিবির প্রতি সম্মান জানিয়ে তারাও কোনো উদ্যোগ নিচ্ছে না।
বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
এমএইচএস

