• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মিরপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত, ২৫ পরিবার লকডাউনে

সংগৃহীত ছবি

মহানগর

মিরপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত, ২৫ পরিবার লকডাউনে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

রাজধানীর মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে এক পরিবারের দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত দুজনকে আজ রোববার সকালে বাসা থেকে নিয়ে গেছে।

এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করে দিয়েছে মিরপুর থানা-পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান আজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মোস্তাজিজুর রহমান জানান, ওই দুজন গত দুই দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত দুজনকে আজ সকালে বাসা থেকে নিয়ে যায় আইইডিসিআর।

মিরপুরের যে দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে, সেখানে প্রায় ২৫টি পরিবার বসবাস করে বলে জানিয়েছে পুলিশ। বাড়িগুলোর সামনে পুলিশ মোতায়েন করে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ওই এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে বলেও জানান ওসি মোস্তাজিজুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads