• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সিলেটে দুইশ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত হচ্ছে

সংগৃহীত ছবি

মহানগর

সিলেটে দুইশ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত হচ্ছে

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২১

সিলেটে করোনা আক্রান্ত রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। তবে করোনা রোগীর বেড়ে গেলেও সিলেটবাসীকে চিকিৎসা প্রদানের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে ২শ’ শয্যার আলাদা আরেকটি কোভিড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কিছুদিন থেকে শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে। এমন বাস্তবতায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় জরুরি ভিত্তিতে ওসমানী হাসপাতালে ২শ’ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ওসমানী হাসপাতালের নতুন আউটডোরে ২শ’ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সেখানে আইসোলেশনের জন্য কিছু ফ্যাসিলিটিজ (সুযোগ-সুবিধা) ডেভেলপ করতে হবে। এটা শেষ হলেই শুরু হবে কোভিড হাসপাতালের কার্যক্রম। তিনি বলেন, ওসমানী হাসপাতালে আগে থেকেই কোভিড আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। মাঝখানে রোগী কমে যাওয়ায় করোনায় আক্রান্তদের কেবল শামসুদ্দিনে চিকিৎসা দেওয়া হয়। বর্তমান বাস্তবতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডেই তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এ হাসপাতালে আলাদা কোভিড হাসপাতাল চালুর পরই তাদেরকে সেখানে স্থানান্তর করা হবে বলে জানান তিনি। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম জানিয়েছেন, ওসমানীতে ২শ’ শয্যার কোভিড হাসপাতাল চালুর বিষয়ে তারা অবগত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads