• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ডিএনসিসির করোনা হাসপাতালে এক দিনে ৭ জনের মৃত্যু

ছবি: বাংলাদেশের খবর

মহানগর

ডিএনসিসির করোনা হাসপাতালে এক দিনে ৭ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২১

রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

তিনি আরো জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে চতুর্থ দিন পর্যন্ত ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ৯০ জন।

নাসির উদ্দিন বলেন, যারা এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন, তাদের অধিকাংশই বয়োবৃদ্ধ, যাদের বয়স ৬৫ থেকে ৭৫ বছর। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিন জন ঢাকার এবং চার জন ঢাকার বাইরে থেকে আসা রোগী।

হাসপাতাল চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলাগুলো থেকে আসা রোগীদেরকেই অগ্রাধিকার দিচ্ছি বলেও জানান তিনি।

গত ১৯ এপ্রিল সকাল ৮টা থেকে এখানে রোগী ভর্তি শুরু হয়। এক হাজার শয্যার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে আইসিইউ শয্যা ২১২টি, এইচডিইউ শয্যা ২৫০টি, আইসোলেটেড কক্ষ ৫৩৮টি। সবক’টি শয্যার সঙ্গে অক্সিজেন কনসেন্ট্রেটর ও সিলিন্ডার রয়েছে।

তবে আইসিইউ ৫০টি, জরুরি ওয়ার্ডে ৫০টি এবং ১৫০টি সাধারণ শয্যা নিয়ে হাসপাতালে কার্যক্রম শুরু হয়। হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ১৩০ চিকিৎসক, ২০০ নার্স, ৩০০ কর্মী ও ১০০ আর্মি থাকবে। এছাড়া ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads