• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চট্টগ্রামে দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত সোয়া লাখ মানুষ

সংগৃহীত ছবি

মহানগর

চট্টগ্রামে দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত সোয়া লাখ মানুষ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৮ মে ২০২১

চট্টগ্রাম মহানগরীতে করোনার টিকাদান বন্ধ হয়ে গেছে। এ কারণে নির্ধারিত সময়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ থেকে বঞ্চিত রয়েছেন সোয়া লাখের চেয়েও মানুষ। হিসাব জানাচ্ছে, ১ লাখ ২২ হাজার ৯৬৭ জন দ্বিতীয় ডোজ টিকা আপাতত পাচ্ছেন না। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল পর্যন্ত সমগ্র চট্টগ্রাম সিটি করপোরেশন এবং জেলার ১৪টি উপজেলায় মিলিয়ে মাত্র ১১ হাজার করোনার টিকা রয়েছে। উপজেলা পর্যায়ে কিছু টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান চালু থাকলেও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রায় সবগুলো কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘টিকার সংকট রয়েছে। এমনিতেই আমাদের টিকা কম দেওয়া হয়েছে। যেগুলো ছিল তা দিয়ে এত দিন করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছিল। টিকার পরবর্তী সরবরাহ না পাওয়া পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে।’

নগরীর চান্দগাঁও এলাকা থেকে আবু কায়েস রায়হান বলেন, ‘আমি গত মার্চ মাসে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমার দ্বিতীয় ডোজ গ্রহণের সময়সীমা অতিক্রম করেছে। কিন্তু এখনো আমি দ্বিতীয় ডোজ গ্রহণের এসএমএস পাইনি। এখন শুনছি টিকার সরবরাহ নেই। কখন দ্বিতীয় ডোজ নিতে পারব এই নিয়ে অনিশ্চয়তায় রয়েছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্র থেকে প্রদীপ চক্রবর্তী বলেন, ‘এসএমএস পেয়ে নির্ধারিত সময়েই টিকা নিতে এসেছিলাম। কিন্তু কেন্দ্রে এসে জানতে পারি টিকা শেষ। টিকাদান বন্ধ রয়েছে। এখন পরবর্তী টিকা কখন আসবে সেই অপেক্ষাতেই থাকতে হবে।’

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ২৫৩ জন। উপজেলা পর্যায়ে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৫০৭ জন। সব মিলিয়ে মহানগরীসহ সমগ্র চট্টগ্রাম জেলায় করোনার প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৪৬০ জন। এর বিপরীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৪৯৩ জন। দ্বিতীয় ডোজ টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন আরো ১ লাখ ২২ হাজার ৯৬৭ জন। পরবর্তী করোনার টিকা সরবরাহ না পাওয়া পর্যন্ত তারা দ্বিতীয় ডোজ পাবেন না বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads