• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রংপুর টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

রংপুর টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২১

রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল চত্বরে অবস্থিত টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড় দেখা গেছে। টিকা নিতে আসা মানুষজন দীর্ঘ লাইন ধরে টিকা নিতে অপেক্ষা করছেন। এছাড়াও যারা কেবল রেজিস্ট্রেশন করেছেন তারাও টিকার জন্য ভিড় জমাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই দৃশ্য দেখা গেছে।

এদিকে, ভিড় ঠেকাতে টিকাকেন্দ্রে মাইকে প্রচারণা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। যাদের ফোনে এসএমএস যায়নি তাদের টিকাকেন্দ্রে না থাকতে অনুরোধ করা হচ্ছে।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যারা কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ নিতে সেখানে এসেছেন। যারা টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এসএমএস যায়নি তারাও টিকা নিতে গেছেন। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকার বাইরের লোকজন টিকা নিতে এসেছেন। ফলে এই ভিড় হয়েছে।

রংপুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রংপুর নগরীতে করোনা ভ্যাকসিনের জন্য তিনটি টিকাদান কেন্দ্র রয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র, সদর হাসপাতাল কেন্দ্র এবং সিএমএইচ কেন্দ্র। এই তিন কেন্দ্রের মধ্যে মাত্র মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু হয়েছে। এই কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নগরীতে শুধু মডার্নার টিকা দেওয়া হবে এবং বাইরে দেওয়া হবে সিনোফার্মের টিকা। কিন্তু নগরীর বাইরের লোকজনও এসেছেন এখানে টিকা নিতে। কেন নগরীতে মডার্নার টিকা দেওয়া হবে আর বাইরে দেওয়া হবে সিনোফার্মের টিকা তার ব্যাখ্যা দিয়েছেন রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

সিভিল সার্জন বলেন, মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, যা উপজেলাগুলোতে সম্ভব নয়। এজন্য নগরীতে মডার্না ও উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হবে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রের টিকা নিতে আসা নগরীর বাসিন্দা হুমায়ুন জানান, আজ তো প্রথম টিকা নিতে আসছি তাতে যা অবস্থা তাতে ঠেলেঠুলে ভেতরে আসছি। কীভাবে কী প্রসেস করতে হবে তা তো কেউ হেল্প করছে না আমাদের।

রাকিব নামে এক ব্যক্তি জানান, টিকাদান কেন্দ্রের ভিতরের পরিবেশ ভালো থাকলেও বাইরে যে ভিড় তাতে টিকা নিয়ে সুরক্ষিত হলাম নাকি অরক্ষিত থাকলাম সেটা নিয়ে এখন শংকিত। হাবিব নামে আরেকজন জানান, আমি সদর উপজেলায় আবেদন করেছি। কিন্তু টিকা নিতে এসেছে মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে। সরকার বলছে আজ থেকে গণটিকার কার্যক্রম শুরু হবে আমি এই আশায় এসেছি। কিন্তু এখানে যারা আছেন তারা কেউ সুরাহা দিতে পারছে না।

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মোবাইলে যাদের টিকার মেসেজ যায়নি, তাদের চলে যেতে বলা হলে তারা টিকাকেন্দ্রে ঘোরাঘুরি করছে।

সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, মানুষের ভিড়ে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তো আছেই। যাদের মেসেজ আসেনি তাদের টিকাদান কেন্দ্রে ভিড় না করে চলে যেতে বারবার মাইকিং করা হচ্ছে।

তিনি বলেন, রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধা পাওয়া মডার্না ভ্যাকসিনের ১২ হাজার ডোজের একটি চালান রংপুরে এসে পৌঁছায়। যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য আবেদন করেছিলেন, তাদের আগে এই ভ্যাকসিন দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads