• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
করোনায় মৃত্যুর সঠিক তথ্য দিচ্ছে না রমেক

সংগৃহীত ছবি

মহানগর

করোনায় মৃত্যুর সঠিক তথ্য দিচ্ছে না রমেক

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০২১

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ জন্য হাসপাতাল পরিচালকের খামখেয়ালি ও উদাসীনতাকে দায়ী করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তাদের দাবি হাসপাতালের তথ্য সঠিকভাবে না পাওয়ার কারণে রংপুরসহ বিভাগের ৮ জেলার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের তথ্য সঠিকভাবে দেওয়া যাচ্ছে না।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. জাকিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যথাসময়ে তথ্য না পাওয়ায় করোনার তথ্য সরবরাহে সমস্যা হচ্ছে বলে জানান। তিনি বলেন, বিভাগের সব জেলার খবর মিললেও রমেক হাসপাতালের করোনা ইউনিটের তথ্য পেতে সময় লাগছে। বিষয়টি নিয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও সমাধান মেলেনি বলে জানান তিনি।

এদিকে গতকাল শুক্রবার বেলা ১টা পর্যন্ত রমেক হাসপাতালের করোনা ইউনিটের কোনো তথ্য পাওয়া যায়নি। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১৫ জনের মৃত্যুর অভিযোগ থাকলেও, এ বিষয়েও সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশের মতো রংপুরেও গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কতজন মারা গেল, কতজন আক্রান্ত ও কোভিড হাসপাতালের আইসিইউ বেডের অবস্থাসহ সার্বিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি পাঠায়। কিন্তু কোনোদিন দুপুর সাড়ে ১২টা থেকে ১টার আগে সেই রিপোর্ট পাওয়া যায় না। রমেক হাসপাতালের করোনা ইউনিটের তথ্য পেতে দেরি হওয়ায় যথাসময়ে তথ্য দেওয়া যায় না। এ জন্য হাসপাতাল পরিচালকের দায়িত্বহীনতা আর মিস ম্যানেজমেন্টকে দায়ী করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম হাসপাতালে চেইন অব কমান্ড মেইনটেইন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তিনি হাসপাতালের কী কী সমস্যা, অক্সিজেন আছে কি না, রোগীরা সেবা পাচ্ছেন কি না, তার কোনো খবর রাখেন না। হাসপাতালের পুরনো ৩০ নম্বর ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হয়েছে প্রায় দু’মাস আগে। সেখানে ৭২টি সাধারণ বেড রয়েছে। কিন্তু কোনো আইসিইউ বেড নেই, অক্সিজেন সরবরাহ লাইনও ঠিকমতো কাজ করে না বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এসবের সমন্বয়ের জন্য কোনো সমন্বয়কারী বা তথ্য জানাতে হাসপাতালের ফোকাল পারসন নেই।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, হাসপাতালের করোনা ইউনিটের সব ধরনের তথ্য সরবরাহের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য পরিচালককে বার বার অনুরোধ করা হয়েছে। এরপরও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

সার্বিক বিষয়ে জানতে রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি দেখছি, তথ্য পাবেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads