• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

মহানগর

দৌঁড়ে পালালো শিকারী, সাংবাদিকদের উদ্যোগে অবমুক্ত ৮ বন্যপাখি

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২১

বন্যপাখি (বক) শিকার করে অতঃপর বিক্রির উদ্দেশ্যে উত্তরার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক বিক্রেতা। বিষয়টি বুঝতে পেরে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার উত্তরা প্রতিনিধি স্বপন রানা বিক্রেতাকে থামতে বললে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে ওই সাংবাদিকও বিক্রেতাকে ধরতে ছুটতে থাকলে এক পর্যায়ে রাস্তার উপর ০৮ (আট)টি বন্যপাখি (বক) ফেলে পালিয়ে যায় বিক্রেতা। পরে পাখিগুলোকে রশিতে বাধা অবস্থায় দেখতে পেয়ে সেগুলোকে অবমুক্ত করে দেয় উপস্থিত সাংবাদিকরা।

শিকারীর হাত থেকে বক উদ্ধারপূর্বক অবমুক্তের এমন ঘটনা ঘটেছে উত্তরা ১নং সেক্টরের ১৫নং সড়কের উপর।

এ বিষয়ে বাংলাদেশের খবরের প্রতিবেদক জানান, ‘শিকারীকে বন্যপাখি বিক্রি করতে দেখি। কাছে যেতেই সে (বিক্রেতা) আমাকে দেখে দৌঁড় দেয়। পেছন থেকে তাকে থামানোর জন্য আমিও তার পিছন পিছন দৌঁড়াতে থাকি। প্রায় দেড় কিলোমিটার দৌঁড়ানোর পর এক পর্যায়ে সে বন্যপাখিগুলোকে (বক) রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। পরে আমরা উপস্থিত কয়েকজন সাংবাদিক পাখিগুলোর কাছে গিয়ে সেগুলোকে রশিতে বাধা অবস্থায় দেখি এবং সেগুলোকে অবমুক্ত করে দেই।’

শিকারীর হাত থেকে বকগুলোকে অবমুক্তকরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিটি রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন, বিজয় টিভির ক্যামেরা সাংবাদিক বিপুল চৌধুরীসহ আশপাশের মানুষজন। উদ্ধার করা বন্যপাখিগুলোকে (বক) বিমানবন্দর রানওয়ে সংলগ্ন তুরাগের বাউনিয়ার খোলা জায়গায় উড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads