• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

মহানগর

রামপুরায় বাসচাপায় ছাত্রের মৃত্যু, চালক আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ নভেম্বর ২০২১

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তিনি বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। তিনি বর্তমানে থানায় আছেন। বাসটিও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে অনাবিল বাসের হেলপার তর্কে জড়িয়ে পড়ে। পরে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। এরপর চলন্ত বাস তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।

এরপর বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads