• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

মহানগর

লেডিস সার্কেলের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের আর্ট কনটেস্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০২১

বিশ্ব প্রতিবন্ধি দিবসে লেডিস সার্কেল বাংলাদেশ চ্যাপ্টার-এর আয়োজনে সুইড বাংলাদেশে অনুষ্টিত হয়ে গেল দিনব্যাপী আর্ট কনটেস্ট। এতে প্রায় অর্ধশত বিশেষায়িত শিশু অংশ নেয়। দিনভর এই আয়োজন কোনো থিম বা বিষয়ভিত্তিক ছিল না। তাই সকলেই তাদের মনের রঙে রাঙিয়েছে সাদা কাগজ। কেউবা রঙ তুলি, কেউবা পেন্সিলে আঁচর কেটে ফুল, পাখি আর লাতা পাতায় ভরিয়ে দিয়েছে, কেউবা এঁকেছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। দুই খ্যাতনামা চিত্রশিল্পী মনিদীপা দাশগুপ্তা ও আশাফ্রা মীম শিশুদের দিনভর এই আঁকিবুঁকি দেখেন, উৎসাহ দেন। এছাড়াও এই আয়েজনে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে সুইড বাংলাদেশ কর্তৃপক্ষ।

লেডিস সার্কেল বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মৌটুসী খন্দকার এই আয়োজন সম্পর্কে বলেন, ‘মূলত সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে কাজ করে লেডিস সার্কেল বাংলাদেশ চ্যাপ্টার। সুবিধাবঞ্চিত এই শিশুরা আমাদেরই আগামী। তাদের দৈনন্দিন জীবনের মূলধারায় সম্পৃক্ত করার পদক্ষেপ হিসাবেই লেডিস সার্কেল পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যহত থাকবে’।

বর্ণিল এই আয়োজনে সহযোগিতা করেছে হায়দারাবাদ ইয়ুথ রাউন্ডটেবিল ৩০৪, হায়দারাবাদ লেডিস সার্কেল, রাউন্ড টেবিল ঢাকা, এসএসসি ৯৯- ব্যাক টু স্কুল। স্পন্সর সহায়তা করেছে নাজা প্রিন্টিং হাউস, ইএইচকে ফাউন্ডেশন,প্রকাশনা ডটকম ও কোর টিউটোরিং সেন্টার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads