• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

মহানগর

রাজধানীতে ময়লার স্তূপ থেকে নারীর পোড়া লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০২১

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকার ময়লার ডিপোতে থাকা গাড়ি থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি হত্যার পর ময়লার স্তূপে লাশটি ফেলে রাখা হতে পারে। লাশটির পা থেকে মাথা পর্যন্ত আগুনে পোড়া। হতে পারে হত্যার পর পোড়ানো হয়েছে। তারপর স্তূপে ফেলা। আবার হত্যার পর ময়লার ডিপো থেকে আগুনে পুড়ে যেতে পারে। কারণ, মাঝে মধ্যে ডিপোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ময়লা পোড়াতে। সবকিছু আমরা বিবেচনা করছি।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, লাশটি বেশ কয়েক দিন আগের হতে পারে। পচনও ধরেছে লাশটিতে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করছি। ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে লাশটি মর্গে নিয়ে আসে পুলিশ। লাশটির সারা শরীর পোড়া অবস্থায় দেখা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads