• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ডিআরইউ’র সদস্যদের রেসপনসিবল রিপোর্টিং অন সুইসাইড বিষয়ক প্রশিক্ষণ

সংগৃহীত ছবি

মহানগর

ডিআরইউ’র সদস্যদের রেসপনসিবল রিপোর্টিং অন সুইসাইড বিষয়ক প্রশিক্ষণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০২২

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের রেসপনসিবল রিপোর্টিং অন সুইসাইড বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল-এর সম্মেলন কক্ষে রেসপনসিবল রিপোর্টিং অন সুইসাইড (Responsible Reporting on Suicide) বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য নন কমিউনেকেবল ডিজিজ কন্ট্রোলের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শাহনেওয়াজ পারভেজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাসিনা মমতাজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল ও ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।

আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আন্তর্জাতিক ভাবে প্রণীত নির্দেশিকার আলোকে স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের উদ্যোগে একটি সহায়িকা প্রণয়ন করেছে। অনুষ্ঠানে সহায়িকাটির পরিচিতি ও এর উপর বিশদ আলোচনা অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, এই সহায়িকাটি অনুসরণ করে প্রতিবেদন তৈরি করা হলে আত্মহত্যার হার হ্রাস করা সম্ভব হবে বলে আশা করা যায়। এই ব্যাপারে তিনি সকলের সহায়তা কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads