• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পরাজয় ডিঙিয়েই সফলতার স্বাদ নিতে হবে

প্রতীকী ছবি

মন

পরাজয় ডিঙিয়েই সফলতার স্বাদ নিতে হবে

  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২১

একটি পরিত্যক্ত ভবনে পঞ্চাশের দশকে যমজ দুই ভাই জন্মগ্রহণ করেন। জন্মের পরপরই তাদের দত্তক দিয়ে দেন। তাদের শৈশব কাটে দত্তক নেওয়া মায়ের কাছে। পড়াশোনায় ভালো না হওয়ায় বা শেখায় দুর্বলতা রয়েছে বলে একদিন স্কুলের এক শিক্ষক যমজ ভাইদের একজনকে মানসিক প্রতিবন্ধী আখ্যা দিয়েছিলেন। যাকে প্রতিবন্ধী হিসেবে আখ্যা দিয়েছেন, তিনিই একদিন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণামূলক বক্তা ও লেখক হিসেবে অনুপ্রেরণীয় হয়ে উঠেছেন। তিনি অপ্রতিরোধ্য সব প্রতিকূলতাকে অতিক্রম করে সকলের অনুপ্রেরণার নায়ক হয়ে উঠলেন। এতক্ষণ যার কথা বলছিলাম, তিনি লেস ব্রাউন। বিশ্বের সেরা অনুপ্রেরণামূলক বক্তা লেস ব্রাউন ১৯৪৫ সালের ১৭ ফেব্রুয়ারি মিয়ামি, ফ্লোরিডাতে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান লেখক, সাবেক রেডিও ডিজে এবং সাবেক টেলিভিশন উপস্থাপক। 

সর্বদা নিজের মধ্যে বিনিয়োগ করুন : লেস ব্রাউন অনেক সেমিনারে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে থাকেন।

প্রচুর বই পড়েন এবং জ্ঞান অর্জনের নিমিত্তে অগণিত অডিও প্রোগ্রাম শোনেন। তিনি মনে করেন, বন্ধু এবং পরিবারের চেয়ে বেশি প্রয়োজন জ্ঞান অর্জন করা। কারণ তিনি মনে করেন, একমাত্র জ্ঞান অর্জনই নিজের এবং সাফল্যের চাবিকাঠি। তাই সর্বদা অজানাকে জানা, অচেনাকে চেনার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। ব্রাউন বলেন, ‘আপনার উন্নয়নের ক্ষেত্রেও এই কথাই প্রযোজ্য। আপনার জীবনে ক্রমবর্ধমান সাফল্যের জন্য সর্বদা শেখাকে প্রাধান্য দিন। প্রতিদিন পড়ুন, নতুন কিছু শুরু করুন, নতুন নতুন অডিও প্রোগ্রাম শুনুন এবং সবসময় নিজের ভেতরে অনুপ্রেরণা জোগানো প্রেরণামূলক (মোটিভেশনাল) ভিডিও দেখুন। এ কাজটি যে-কোনো কিছু আপনি পারবেন, সেই বিশ্বাসটুকু নিশ্চিত করবে।’ এ ছাড়া তিনি বলেন, সাফল্য বেগবান করতে তাদের কাছে শিখুন, যারা আপনার চেয়ে এগিয়ে আছেন। মনে রাখবেন, ভবিষ্যতে যদি আপনার নিজের কোনো দর্শন (লক্ষ্য) না থাকে, তাহলে আপনার বেঁচে থাকার কিছু নেই।

বিজয়ীদের সাথে নিজেকে ঘিরে রাখুন : ব্রাউন প্রায়ই ইতিবাচক এবং অনুপ্রাণিত মানুষের সাথে নিজেকে ঘিরে রাখার গুরুত্ব নিয়ে কথা বলেন। আপনি এমন পাঁচজনের সাথে সবচেয়ে বেশি সময় কাটান যারা আপনার সাফল্য এবং আয়কেও প্রভাবিত করে। বুদ্ধিমত্তার সাথে তাদের বেছে নিন। লেস ব্রাউন দৃঢ়তার সাথে বলেছেন, ‘যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে প্রথমে আপনার জীবন থেকে ক্ষতিগ্রস্তদের বের করে আনতে হবে।’

শুধু আপনিই এটা করতে পারেন : আপনাকে এমনটা করার উপায় খুঁজে বের করতে হবে। যখন সবাই মনে করে আপনি ব্যর্থ হবেন, তবুও লক্ষ্য সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়া যাবে না। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনার নিজস্ব সামর্থ্যকে দৃঢ়তায় বসিয়ে রাখতে হবে।

অন্য কাউকে সংজ্ঞায়িত করতে দেবেন না : অল্প বয়সে ইএমআর লেবেল পাওয়ার পর লেস এমনটা বিশ্বাস করতে শুরু করেন। একদিন উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক তাকে বলেন, ‘তোমার সম্পর্কে কারো মতামত তোমার জীবনে হতে পারে না।’ সেই মুহূর্ত থেকে অন্যরা কি ভাবছেন তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। সোশ্যাল মিডিয়ায়, অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে পড়ে থাকতে নেই। অন্যদের আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখবেন না। অন্যরা আপনাকে কি মনে করে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং আপনার জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন।

আপনিই আপনার স্বপ্ন পূরণের সারথি : আপনি যদি লক্ষ্য সামনে রেখে কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনিই আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। কাজটা মোটেই সহজ নয়। মনে রাখবেন, যখন আপনি স্বপ্নের দিকে দৌড়াবেন তখন অনেক হতাশা, ব্যর্থতা এবং পরাজয়ের সম্মুখীনও হতে পারেন; সেগুলো ডিঙিয়েই সফলতার স্বাদ নিতে হবে। লেস ব্রাউন বলেছেন, ‘বেশিরভাগ মানুষ একটি পরিবার লালনপালন করে, জীবিকার জন্য উপার্জন করে এবং তারপর মারা যায়। কিন্তু যারা তাদের স্বপ্নের দিকে দৌড়াচ্ছে অবশ্যই তাদের একটি বিশেষ কারণ রয়েছে। যেটার স্বাদ অনেকেই ভোগ করতে পারে না।’ এ ছাড়া ব্রাউন বলেছিলেন, ‘যদি মনে করেন, অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব! তবে থামবেন না, স্বপ্নের দিকে দৌড়ানো বন্ধ করবেন না!’

সোহানা রহমান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads