বাংলাদেশের খবর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে সংঘর্ষঃ পুলিশ বনাম বিএনপি কর্মী


রাজধানীতে আবারও পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজিরা দিয়ে ফেরার সময় বৃহস্পতিবার বিকেল চারটায় হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মারফৎ জানা যায়, হাইকোর্ট এলাকায় গণপূর্ত ভবনের সামনে পুলিশের সঙ্গে দলের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

পুলিশের দাবি, কোনো কারণ ছাড়াই বিএনপির নেতা–কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।  পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়া ফিরে যাচ্ছিলেন।  তার উপস্থিতিতে হাইকোর্টের সামনে বিএনপির নেতা–কর্মীরা পুলিশের ওপর ব্যাপক হারে ইটপাটকেল ছুড়তে থাকেন।  ইটের আঘাতে চারজন পুলিশ সদস্য আহত হন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১