বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮

২০৩০ সালের মধ্যে অধিকাংশ গাড়ি হবে বৈদ্যুতিক


 

গ্রীন হাউজ গ্যাস টার্গেট পূরন করতে হলে ২০৩০ সালের মধ্যে নতুন উৎপাদিত গাড়িগুলোর নূন্যতম তিন-পঞ্চমাংশ তড়িৎ চালিত হতে হবে বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ মন্ত্রণালয়।

২০৪২ সালের মধ্যে সকল প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত পরিবেশ সংরক্ষণের জন্য ২৫ বছর ব্যাপী পরিকল্পনা আলোর মুখ দেখার এক সপ্তাহের মধ্যেই মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেয়া হলো ।

মোটর শিল্পের সাথে সংশ্লিষ্টদের কাছে সম্পূর্ণ সহায়তা চেয়ে জলবায়ু পরিবর্তন কমিটির চেয়ারম্যান লর্ড ডিবেন এ ব্যাপারে বলেন, “আপনি যদি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করতে চান, আপনাকে বিষয়টা বুঝতে হবে, তাই ব্যবসায়ীদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া অত্যন্ত জরুরী। আপনার যদি জীবাশ্ম জ্বালানির ব্যবসা থেকে থাকে, তাহলে আপনাকেও ভাবতে হবে, কখন আমাদের এসব জ্বালানি ব্যবহার বন্ধ করতে হবে, কারন আমরা প্রতিটি সেকেন্ডেই প্রচুর পরিমান কার্বন নিঃসরণ করছি। ”

তিনি আরো বলেন, মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ পরিবেশ রক্ষার্থে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য এখনো পর্যন্ত যথেষ্ট ও কার্যকরী নয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১