বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮

ফ্ল্যাট ক্রয়ে ঋণের সুদহার ৫% কমিয়ে আনার আহ্বান


আবাসন খাতে গতি ফিরিয়ে আনতে ফ্ল্যাট ক্রয়ে ঋণের সুদের হার ৫% কমিয়ে আনা এবং ঋণ পরিশোধের মেয়াদকাল সর্বনিম্ন ১০ বছর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

মঙ্গলবার রাজধানীর ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের আবাসন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভায় ব্যবসায়ীরা এ আহ্বান জানান। এফবিসিসিআইতে ‘আবাসন মেলা’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ রাশেদুল হোসেন চৌধুরী রনিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীরা আবাসন খাতের সমস্যা নিরসনে নির্মাণসামগ্রী যেমন-রড, ইট, বালু ইত্যাদির দাম সহনশীল রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

আবাসন খাতে বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ৭ ধরনের গৃহঋণ দিয়ে থাকে। এসব ঋণের সুদের হার ১০ থেকে ১২ শতাংশ। ৫ থেকে ২০ বছরের মধ্যে সুদসহ এ ঋণ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১