বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পাচ্ছে সৌদি রাজপুত্ররা


সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গত বছরের নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। সেই অভিযানে আটক করা হয় দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্স ও কর্মকর্তাকে।

তবে শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রভাবশালী প্রিন্স ও এমবিসি টেলিভিশন নেটওয়ার্কের মালিক ওয়ালিদ বিন ইব্রাহীম এবং সৌদি রাজকীয় আদালতের সাবেক প্রধান খালিদ আল তুয়াইজিরি মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন।

আগে থেকেই আটকদের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই মুক্তিপণের পরিমাণের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

আটকের পর থেকেই রিয়াদের বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে তাদের রাখা হয়। এখনো সেখানে অনেকেই আটক আছেন। তবে ১৪ ফেব্রুয়ারির আগেই এই বিলাসবহুল হোটেল খুলে দেওয়ার কথা রয়েছে।

ওয়ালিদ বিন ইব্রাহীম তার টেলিভিশন চ্যানেল এমবিসি টেলিভিশন নেটওয়ার্কের মালিকানার অংশীদারিত্ব মুক্তিপণ হিসেবে দিতে রাজি হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

 

সূত্রঃ অনলাইন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১