বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮

ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট আয়োজনে এফবিসিসিআই


দেশ-বিদেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন ও তরুণ সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট’ আয়োজন করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

গতকাল এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইয়ুথ অ্যান্ড স্পোর্টসের এক সভা অনুষ্ঠিত হয়। এতে ইয়ুথ সামিট আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে ক্রীড়াক্ষেত্রে দেশের তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা নিয়ে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খবির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিটির ডিরেক্টর ইনচার্জ আমজাদ হোসেন, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিমসহ সংগঠনটির পরিচালক এবং কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১