বাংলাদেশের খবর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮

সুচি'র বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ


মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির ইয়াংগুনের বাসভবন চত্বরে বৃহস্পতিবার সকালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। স্টেট কাউন্সিলর দপ্তরের মহাপরিচালক উ জাউ হতে একথা জানান।

তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

মহাপরিচালক উ জাউ হতে আরো জানান, স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ দুষ্কৃতকারীকে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে। এ সময় সুচি নেপিদোতে ছিলেন।

সু চির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চির আন্তরিকতার অভাব রয়েছে।

সূত্রঃ সিনহুয়া


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১