বাংলাদেশের খবর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮

সাফা'র প্রথম পুরস্কার পেল আইডিএলসি


সার্বিকভাবে ভালো বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর প্রথম পুরস্কার পেয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।

প্রতিষ্ঠানটি ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেল। তারা আর্থিক সেবা খাত ও সমন্বিত প্রতিবেদন বিভাগে বিজয়ী হয়েছে।

গত ৩১ জানুয়ারি নেপালের কাঠমন্ডুতে একটি হোটেলে এ পুরস্কার দেওয়া হয়। 

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের তথ্য তুলে ধরে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের ওপর ভিত্তি করে সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে অাসছে সাফা। 

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিএবি) জাতীয় পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো এদেশ থেকে 'সাফা বেস্ট প্ররেজেন্টেড  অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০১৬' প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

পুরস্কার নেওয়ার পর আইডিএলসির চেয়ারম্যান আজিজ আল মাহমুদ ফেসবুকে আনন্দ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, এটা বাংলাদেশের গর্বের সময়।


আইডিএলসি এর আগের বছরও সাফা পুরস্কার পেয়েছিল।  প্রাতিষ্ঠানিক সুশাসন ক্যাটাগরিতে এ পুরস্কার পায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১