বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটে পাথর তুলতে গিয়ে নিহত ৪, আহত ৩


সিলেটের কোম্পানিগঞ্জে পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে চার শ্রমিক নিহত ও তিনজন হয়েছেন। গত রোববার রাতে ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকায় আলী আমজদের মালিকানাধীন পাথর কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। রাতেই নিহত দুইজনের লাশ ও আহত তিনজনকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে আরো ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও হযরত আলীর ছেলে মতিবুর (৩২)। আহতরা হলেন- রুহুল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী (৪৫)। তাদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক।


স্থানীয়রা জানান, পাথর কোয়ারি এলাকায় গর্ত করে পাথর উত্তোলন নিষিদ্ধ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমজদের পাথর কোয়ারিতে রাতের বেলায় জেনারেটর চালিয়ে আলো জ্বেলে গর্ত করে পাথর তোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলিপ নাথ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার সময়ই দুইজন মারা যায়। গতকাল বেলা ১১টার দিকে অপর দুইজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চারজনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রাতেই কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১