বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মার্চ ২০১৮

‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত’ পদ ছাড়বেন এরশাদ

পদত্যাগ করবেন জাপার মন্ত্রীরাও


নিজে ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত’ পদ ছাড়ার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জানিয়েছেন, সরকারের মন্ত্রিসভায় থাকা দলের তিন মন্ত্রী কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন। তিনি বলেন, ‘আমিও মন্ত্রীর পদমর্যাদায় আছি। আমরা কিছুদিনের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।’

‘আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট করার কোনো সম্ভাবনা নেই’ বলেও এ সময় মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে রংপুুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরও সরকার চেষ্টা করছে। আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, খালেদা জিয়া কয়েক দিন কারাগারে থাকা অবস্থায় তার জামিন পাওয়া নিয়ে হইচই শুরু হয়েছিল। আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিনযোগ্য, তারপরও জামিন পাইনি। হাইকোর্ট আদেশ দেওয়ার পরও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি।

‘পৃথিবীর কোনো দেশে কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনো নজির নেই’- যোগ করেন এরশাদ।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সরাসরি রংপুর সার্কিট হাউজে আসেন এইচ এম এরশাদ। সেখানে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১