বাংলাদেশের খবর

আপডেট : ১৩ মার্চ ২০১৮

আশ্রয়কেন্দ্রেও উদ্বিগ্ন ঘৌতার বেসামরিক নাগরিকরা


সিরিয়ার সরকারি সৈন্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতা থেকে উপকণ্ঠের একটি আশ্রয় শিবিরে সরিয়ে নেয়া বেসামরিক নাগরিকরা তাদের ছেড়ে আসা আপনজনদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সাড়ে তিন সপ্তাহ আগে বিদ্রোহীদের ওপর ব্যাপক হামলা শুরু করে সরকারি বাহিনী। বর্তমানে সরকারি সৈন্যরা পূর্ব ঘৌতার ভিতরের দিকে ধীরস্থিরভাবে অগ্রসর হচ্ছে।

সোমবার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকা দাউইরে আশ্রয় নেয়া রিমা শেখ (৪০) বলেন,  তার মেয়ে এখনো পূর্ব ঘৌতায় রয়ে গেছে। তিনি তার মেয়ের জন্য উদ্বিগ্ন। তিনি বলেন, ‘এক মাস ধরে আমি আমার মেয়েকে দেখিনা।’

সৈন্যরা তার স্বামী ও অপর চার সন্তানসহ তাকে গোলযোগপূর্ণ এলাকা থেকে সরিয়ে এনেছে।

তিনি বলেন, ‘আমার মেয়ে যেখানে থাকত সেখানে গিয়ে আমরা তাকে খুঁজেছি। কিন্তু সে আগেই তার স্বামীর সঙ্গে স্থানটি ছেড়ে চলে গেছে।’

দাউইরে তার সঙ্গে আরো ১৬টি পরিবার বাস করতো। সেন্যরা ওই এলাকার পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পর শনিবার থেকে ৭৬ ব্যক্তি মিসরাবা থেকে আশ্রয় শিবির কেন্দ্রে পৌঁছেছে।

সাত বছর আগে এই আশ্রয় কেন্দ্রটি একটি খেলার মাঠ ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১