বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মার্চ ২০১৮

সাগরে সন্তান জন্ম!


সাগরের পানিতে নেমে সন্তান জন্মদানের ঘটনা সম্ববত বিশ্বে এটাই প্রথম। ঘটনাটি মিশরের দাহাব শহরের। সাগরে সন্তান জন্ম দেওয়ার সময় ওই নারীর সঙ্গে ছিলেন তার স্বামী এবং একজন চিকিৎসক। ছেলে সন্তানের জন্ম দেয়া ওই নারীর পরিচয় নিশ্চিতভাবে জানা না গেলেও তাকে রাশিয়ার নাগরিক বলে ধারনা করছে বার্তা সংস্থা ডেইলিমেইল।

লোহিত সাগরের তীরবর্তী একটি হোটেলের বারান্দা থেকে ওই ঘটনার ছবি তুলেছেন হাদিয়া হোসনি এল সাইদ নামের এক পর্যটক। তার ভাষ্যমতে, সন্তান প্রসবের কিছুক্ষণ আগে ওই নারী তার স্বামী এবং চিকিৎসককে নিয়ে লোহিত সাগরে নামেন। এ সময় তিনি বিকিনি পরা ছিলেন এবং সাগরে সাতার কাটছিলেন। ওই পর্যটকের তোলা ছবিতে দেখা যাচ্ছে, সদ্য জন্মগ্রহন করা নবজাতককে নিয়ে সৈকতে ফিরছেন বাবা এবং চিকিৎসক। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে চিকিৎসকের কোলে থাকা শিশুটির দিকে তাকিয়ে হাসছেন মা। শেষ পর্যন্ত মা এবং শিশু কেমন আছে সেই খবর না জানা গেলেও প্রসবের পরের ছবিগুলোতে দু’জনকেই সুস্থ্য দেখা গেছে।

হাদিয়া ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করার পরই চারিদিকে বেশ হৈ-চৈ পড়ে যায়। মূহুর্তের মধ্যে এই ঘটনা শেয়ার হয় দুই হাজারেরও বেশি। অনেক ফেসবুক ব্যবহারকারী ওই ঘটনাকে ‘সুন্দর’ এবং ‘আরামদায়ক’ বলে আখ্যায়িত করেছেন। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১