বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মার্চ ২০১৮

বাংলাদেশের সংগ্রহ ১৬৬


নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিকে চাপে পড়ে সাকিবরা। তবে সাব্বিরের ব্যাটে ভর করে টাইগারদের রান দাঁড়ায় ১৬৬ । 

সাব্বির ৫০ বলে খেলেছেন ৭৭ রানের দারুণ এক ইনিংস। দুই অঙ্কে যেতে পারেননি মুশফিকুর রহিম। চেহেলের বলে মুশফিককে ফিরতে হয়েছে। রান আউট হয়ে ফেরেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। শেষে ঝড় তোলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৭ বলে অপরাজিত থাকেন ১৯ রানে। 

প্রথম দিকে ফিরে গেছেন লিটন দাস, তামিম ইকবাল ও সৌম্য সরকার। অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারে লিটনকে বিদায় করেন । লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল তামিম ও সৌম্যর উইকেট তুলে নেন নিজের প্রথম ওভারে ।  তামিম ইকবালের পর সৌম্য সরকারেকও ফিরিয়ে দিয়েছেন যুজবেন্দ্র চেহেল। 

বাংলাদেশের সংগ্রহ :

২০ ওভারে ১৬৬/৮ (তামিম ১৫, লিটন ১১, সাব্বির ৭৭, সৌম্য ১, মুশফিক ৯, মাহমুদউল্লাহ ২১, সাকিব ৭, মিরাজ ১৯*, রুবেল ০, মুস্তাফিজ ০*; উনাদকাট ২/৩৩, সুন্দর ১/২০, চেহেল ৩/১৮, ঠাকুর ০/৪৫, শঙ্কর ০/৪৮)  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১