বাংলাদেশের খবর

আপডেট : ২০ মার্চ ২০১৮

জিম্মি ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইএস

ফাইল ছবি


ইরাকের মসুল শহর থেকে জিম্মি করা ৩৯ ভারতীয়কে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধারা। ২০১৪ সালে তাদের অপহরণ করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাজ্যসভায় বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এনডিটিভি।

সুষমা স্বরাজ স্বরাষ্ট্রমন্ত্রী ভিকে সিংকে জানান, ‘মসুল এবং বাদুস শহরের গণকবর থেকে ওই ৩৯ জনের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৩৮ জনের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে। শুধু একজনের ক্ষেত্রে ৭০ ভাগ মিল পাওয়া গেছে।’

সুষমা আরো জানান, ‘গলিত লাশগুলো মিলিত অবস্থায় ছিল। তাদের আলাদা করে তুলে বাগদাদে নিয়ে ডিএনএ পরীক্ষার কাজটি ছিল খুবই কষ্টকর।’

রাজ্যসভায় সুষমার বক্তব্যের পরই বিষয়টি নিয়ে সরব হয় কংগ্রেস। কংগ্রেসের সাংসদ গুলাম নবী আজাদ বলেন, ‘সুষমা নিহতদের স্বজনদের মিথ্যা আশা দিয়েছিলেন।’ জবাবে সুষমা বলেন, ‘আমরা কাউকে মিথ্যা আশা দেইনি। এ রকম বিষয়ে শতভাগ নিশ্চিত না হয়ে কিছু বলা উচিত নয়।’

অপহরণের ঘটনার পর সুষমা তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছিলেন, অপহৃতরা জীবিত আছেন। ২০১৪ সালে ইরাক যুদ্ধের শুরুতে ওই ৩৯ ভারতীয় মসুল ছেড়ে পালানোর সময় আইএসের সদস্যরা তাদের অপহরণ করে। নিহত ভারতীয়রা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। তারা ভারতের পাঞ্জাব, বিহার, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১