বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মার্চ ২০১৮

ভালুকায় ভবনে বিস্ফোরনে নিহত ১


ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর থেকে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ জানায়, বিস্ফোরণে ভবনের তৃতীয় তলার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচের জানালা ভেঙে অনেক দূর পর্যন্ত ছিটকে গেছে। তিনতলার একটি কক্ষে একজনের লাশ পড়ে আছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। বিস্ফোরণে ঝলসে যাওয়া তিনজন হলেন হাফিজ, দীপ্ত ও শাহীন । গুরুতর আহত হাফিজ ও দীপ্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহীনকে পাঠানো হয়েছে ঢাকায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাফিজ ও দীপ্তর শরীরের প্রায় ৫০ শতাংশ ঝলসে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর ভাষ্য, বিস্ফোরণে হতাহত ব্যক্তিরা খুলনার একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা ইন্টার্নশিপ করতে দিন দশেক আগে এলাকায় আসেন। মাস্টারবাড়ি এলাকায় ছয়তলা ভবনের তৃতীয় তলায় তাঁরা বাসা ভাড়া নেন। বিস্ফোরণের খবর পেয়ে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম ঘটনাস্থলে যান। র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঢাকা থেকে ভালুকার উদ্দেশে রওনা দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১