বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মার্চ ২০১৮

মৌসুমীর ২৫ বছর

চিত্রনায়িকা মৌসুমী ফাইল ছবি


চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন চিত্রনায়িকা মৌসুমী। ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহান পরিচালিত এ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

মৌসুমীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে কেক কেটে পালিত হয়েছে তার ২৫ বছরপূর্তি অনুষ্ঠান। রোববার মৌসুমী বলেন, ‘গতকাল (পরশু) থেকেই অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবারের সদস্যরা ভালোবাসা জানিয়েছেন। আর আলাদাভাবে বিশেষ কোনো আয়োজন থাকছে না।’

১৯৯৩ থেকে এই পর্যন্ত অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন মৌসুমী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’। চলতি বছরই মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’, রাশেদ রাহারের ‘নোলক’, হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।

মৌসুমী নামে ব্যাপক পরিচিত এ অভিনেত্রীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে। ছেলে ফারদিন এহসান স্বাধীন আর মেয়ে ফাইজাকে নিয়েই সানী-মৌসুমীর সংসার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১