বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০১৮

নিজেই তৈরি করুন ইলেকট্রিক সাইকেল

ছবি ইন্টারনেট


বর্তমানে ইলেকট্রিক সাইকেল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পরিবেশবান্ধব হওয়ায় তরুণদের মধ্যেও বেশ সাড়া ফেলছে এ সাইকেল। তবে ব্যয়বহুল হওয়ার কারণে ইলেকট্রিক সাইকেল বেশিরভাগেরই ধরাছোঁয়ার বাইরে। এ সমস্যা সমাধানে অনেকেই আলাদা যন্ত্রাংশ কিনে সাধারণ সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে রূপান্তর করে নিচ্ছেন।

সম্প্রতি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ডিএমআরই ইলেকট্রিক সাইকেলে রূপান্তরের জন্য সাশ্রয়ী দামের যন্ত্রাংশ বাজারে এনেছে, যা অনায়াসেই যেকোনো সাইকেলে সংযোজন করে ইলেকট্রিক সাইকেল বানিয়ে নেওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই যন্ত্রাংশ ব্যবহার করে রূপান্তরিত ইলেকট্রিক সাইকেল এক চার্জে চলবে ৫০ কিলোমিটার পর্যন্ত। এর মোটর ছোট আকারের। ফলে সাইকেলের পেছনের চাকায় সহজেই লাগানো যাবে। তবে এই যন্ত্রাংশের সঙ্গে ব্যাটারি নেই, আছে মোটর ও অন্যান্য যন্ত্রাংশ। আলাদাভাবে ১২ ভোল্টের দুটি ব্যাটারি কিনে লাগাতে হবে। ১২ ভোল্টের রিচার্জেবল ড্রাইসেল ব্যাটারির দাম পড়বে দেড় হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে।

ই-সাইকেলে রূপান্তরের এ যন্ত্রাংশের দাম পড়বে ৪ হাজার ৫০০ টাকা। কেনা যাবে www.dmrebd.com ওয়েবসাইট থেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১