বাংলাদেশের খবর

আপডেট : ০২ এপ্রিল ২০১৮

প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন নারাইন


পাকিস্তান সুপার লিগে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও আইপিএলে খেলা নিয়ে কোনও সংশয় নেই সুনীল নারাইনের। রবিবার কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য এই সুখবর দিলেন কলকাতা নাইট রাইডার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। সন্ধ্যায় নাইটদের এই ক্যারিবিয়ান স্পিন অস্ত্রকে নতুন ভাবে শানও দিচ্ছেন ইডেনে।

এনডিটিভি জানায়, রোববার কলকাতায় সাংবাদিকদের মাইসোর বলেন, ‘আইপিএল কর্তাদের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। ওর বোলিং অ্যাকশন নিয়ে কোনও সমস্যা আর নেই। প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে নারাইন।’ আগের আইপিএলে শুধু বোলার নারাইন নন, ব্যাটসম্যান নারাইনও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ফলে বোলার নারাইন-কে নিয়ে কোনও সংশয় থেকে থাকলেও ব্যাটসম্যান নারাইনকে নিয়ে নেই।  

রোববার দুপুরে শহরে পৌঁছন নারাইন। দীর্ঘ বিমানযাত্রার পরেও এদিন অনুশীলনে হাজির ছিলেন তিনি। আড়াই ঘণ্টার প্রস্তুতির মধ্যে ঘণ্টা দু’য়েক নেটে বল করতে দেখা গেল ক্যারিবিয়ান স্পিনারকে। যেখানে খুঁজে পাওয়া গেল ‘নতুন’ নারাইনকে!

ওপেন চেস্ট অ্যাকশনের বদলে কিছুটা সাইড আর্ম অ্যাকশনে বল করতে দেখা গেল নারাইনকে। যাতে কানের ঠিক পাশ থেকে হাত ঘোরাতে পারেন তিনি। ফলে কনুই ভাঙার আশঙ্কা কমে যাবে। মাঝে মধ্যেই আবার বোলিং কোচ হিথ স্ট্রিকের কাছে পরামর্শের জন্য ছুটে যাচ্ছিলেন নাইটদের রহস্য স্পিনার।

নারাইনকে নিয়ে সমস্যা মিটলেও মিচেল স্টার্ককে নিয়ে সমস্যার সমাধান রবিবার সন্ধ্যা পর্যন্ত হয়নি। তবে সোমবারের মধ্যে স্টার্কের বিকল্প পাওয়া যাবে বলে জানিয়ে দেন সিইও। ক্রিস লিন ও মিচেল জনসনেরও সোমবারের মধ্যে শহরে চলে আসার কথা।   

রবিবারের নেটে দলের দুই ব্যাটিং ভরসা রবিন উথাপ্পা ও আন্দ্রে রাসেলকে প্রথম দিকে শর্ট বলের বিরুদ্ধে খুব একটা স্বস্তিতে ব্যাট করতে দেখা যায়নি। তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায় দলের কোচ জ্যাক কালিসকে। ক্যালিসকে বলতে শোনা যায়, পেসারের হাত থেকে বল ছাড়ার ঠিক আগেই যেন দুই ব্যাটসম্যান পা বাড়িয়ে একটু নিচু হন। যাতে শর্ট বলে পুল বা হুক মারতে সমস্যা না হয়। আবার ইয়র্কার সামলাতেও যাতে সুবিধে হয়।

ক্যালিস মন্ত্রের পরে নেটে অনেকটা স্বাচ্ছন্দ দেখা যায় উথাপ্পা, রাসেলদের। কিন্তু প্রস্তুতিতে খলনায়ক হয়ে ওঠে আবহাওয়া। কালবৈশাখী ঝড়ে মাঝপথেই শেষ করতে হয় অনুশীলন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১