বাংলাদেশের খবর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮

মিল্লি মুসলিম লিগের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি


পাকিস্তানের সামরিক গ্রুপের লস্কর-ই-তায়ৈবার (এলইটি) রাজনৈতিক সংগঠন মিল্লি মুসলিম লিগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সংগঠনটির নেতাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে মার্কি,ন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন নাথান এ সালেস বলেন, মিল্লি মুসলিম লিগ এবং তেহরিক-ই-আজাদে-কাশ্মীর হচ্ছে লস্কর-ই-তৈয়িবার সহযোগী সংগঠন। সোমবারের বিবৃতিতে আরও জানানো হয়, এমএমএল এর নেতারাও জঙ্গি| নাথান আরো বলেন, ‘আজকের এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য জনসাধারনের সামনে লস্কর-ই-তৈয়বার আসল চেহারা প্রকাশ করা।

বার্তা সংস্থা আলজাজিরা জানায়, অপপ্রচারের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে এমএমএল। 

এলইটি’র মুখপাত্র তাবিস কাইয়ুম জানান, রাজনৈতিক দল গঠনের অধিকার মানুষের মৌলিক অধিকারের একটি। আমরা সবসময় এ ধরনের অভিযোগা অস্বীকার করছি|

এছাড়াও দলটির প্রধান সাইফুল্লাহ খালেদ এবং নেতা মুজাম্মেল ইকবাল হাসমি প্রমুখ দাবি করেছে, আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে করে থাকে।

পাকিস্তানের ওপর চাপ বৃদ্ধি

২০০৮ সালে ভারতের মুম্বাই শহরে হামলার জন্য মার্কিন যু্ক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে এলইটিকে দোষারোপ করে করছে। ওই হামলায় ১৬০ জন নিহত হয়েছিল। এলইটি সংগঠনকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধির জন্যও দায়ি করা হয়।

তবে দলটির প্রতিষ্ঠাতা হাফিজ মুহাম্মদ সাইদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কথা বলা মানুষদের হয়ে কাজ করছে তারা।

সাইদ নভেম্বর মাসে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি লাভ করেন। আদালত তাকে খালাস দেন। আদালতের রায়ে বলা হয়, সরকার তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম প্রমাণে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের মাটিতে এলইটি, আফগান তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠি তাদের কার্যক্রম চালানোর অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায় ইসলামাবাদের ওপর চাপ বৃদ্ধি করেছে।

ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক জঙ্গি কার্যক্রম আর্থিক বিষয়টি পর্যবেক্ষণকারী সংস্থা ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স জানিয়েছে, পাকিস্তানে এসব কার্যক্রমের জন্য দেশটিকে কালো তালিকাভুক্ত করতে পারে তারা।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১