বাংলাদেশের খবর

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮

স্বর্ণযুগের ইতিকথা


১৯৬৪ সালে মুক্তি পায় সুভাস দত্তের ‘সুতরাং’ ছবিটি। প্রেমের ছবি ‘সুতরাং’, যা আজো অনেকের স্মৃতিতে উজ্জ্বল। ছবিটি দেখতে দেখতে অভিভূত হয়ে গেলাম একসময়। হলে বসে প্রতিজ্ঞা করলাম, এই পরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ করতেই হবে। একদিন সন্ধ্যায় পৌঁছে গেলাম দত্ত বাবুর বাসায়। তিনি ছিলেন দেশের বাইরে। তাই দেখা হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, এই বরেণ্য চিত্র পরিচালকের ড্রয়িংরুম। মাত্র দুটি কাঠের চেয়ার আর একটি টেবিল। তাতে সাজানো কিছু বই। হঠাৎ নজরে পড়ল দরজার উপরে বাঁধানো সেই রুমাল যা ‘সুতরাং’ ছবিতে কবরী দাদাকে উপহার দিয়েছিলেন ভালোবেসে। একসময় চোখে ধরা পড়ল একটি পোস্টার। যাতে লেখা ছিল, ‘অপব্যয়কারী শয়তানের ভাই’। দত্ত বাবু আজ আর আমাদের মাঝে নেই। অসাধারণ রুচি আর শিল্পবোধসম্পন্ন এই মানুষটি শ্রদ্ধা-ভক্তিতে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে। কাজী আবু জাফর, সাহেবগঞ্জ, নওগাঁ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১