আপডেট : ০৮ এপ্রিল ২০১৮
পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর একটি সাধারণ অভিযোগ হলো, ফোনে চার্জ থাকে না। হুটহাট চার্জ শেষ হয়ে গেলে বিপাকে পড়তে হয়। এমন প্রয়োজনের মুহূর্তে একটি পাওয়ার ব্যাংক কতটা কাজে আসে সেটি বলাই বাহুল্য। এর পাশাপাশি ভ্রমণে বের হলেও দারুণ কাজে লাগে পাওয়ার ব্যাংক। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ক্ষমতার পাওয়ার ব্যাংক পাওয়া যায়। পাওয়ার ব্যাংক কেনার আগেও কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন- ১. ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে কতটুকু চার্জ ধরে রাখা যাবে। বর্তমানে বাজারে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করে ৫০ হাজার মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ক্ষমতার পাওয়ার ব্যাংক পাওয়া যায়। সাধারণত মোবাইল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কত, তার সঙ্গে মিলিয়ে পাওয়ার ব্যাংক কেনা ভালো। ফোনের ব্যাটারি যদি ২ হাজার মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার হয়, তাহলে একটি ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক দিয়ে প্রায় দুবার চার্জ দেওয়া যাবে। ২. আকার এবং ওজন জরুরি মুহূর্তে ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক সঙ্গেই রাখেন অধিকাংশ ব্যবহারকারী। তাই পাওয়ার ব্যাংকের আকার এবং ওজনের বিষয়টিও মাথায় রাখতে হবে। সাধারণত এর ক্যাপাসিটি যত বেশি, তত বড় ব্যাটারি ব্যবহার করা হয় তাতে। এর ফলে আকার যেমন বড় হয় তেমনি ওজনেও কিছুটা ভারী হতে পারে। সাধারণত ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক পকেটেই রাখার মতো। এ ছাড়া প্রায় একই আকৃতির ১০ হাজার মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকও বাজারে রয়েছে। তবে এর বেশি ক্ষমতার হলে আকারে কিছুটা বড় যেমন হবে তেমনি ভারীও। ৩. ইউএসবি পোর্ট সাধারণত একটি পাওয়ার ব্যাংকে একটিই ইউএসবি পোর্ট থাকে। তবে বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংকে বর্তমানে দুটি ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়। এর ফলে একসঙ্গে দুটি ডিভাইসে চার্জ দেওয়া যায় খুব সহজেই। কেনার আগে এ বিষয়টি মাথায় রাখতে হবে। এ ছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার ব্যাংকের পোর্ট ইউএসবি ২.০ নাকি ইউএসবি ৩.০। ইউএসবি ৩.০ পোর্ট ব্যবহারে দ্রুত চার্জ দেওয়া সম্ভব। ৪. ফাস্ট চার্জিং সাধারণত ফোনের সঙ্গে পাওয়া চার্জার ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব। তবে পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিলে তুলনামূলক সময় বেশি লাগে। এ ছাড়া বর্তমানে অনেক পাওয়ার ব্যাংকেও ফাস্ট চার্জিং সুবিধা আছে। এর পাশাপাশি আরোও একটি বিষয় মাথায় রাখতে হবে। পাওয়ার ব্যাংক একবার পূর্ণ চার্জ দিতে কত সময় প্রয়োজন হয়। মানসম্মত পাওয়ার ব্যাংক পুরোপুরি চার্জ দেওয়ার জন্য তুলনামূলক কম সময়ের প্রয়োজন হয়। সৈয়দ মাসরূর রহমান
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১