বাংলাদেশের খবর

আপডেট : ১০ এপ্রিল ২০১৮

শেষ হচ্ছে ‘পালকী’


শেষ হতে যাচ্ছে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পালকী’। আহমেদ খান হীরকের রচনা ও চিত্রনাট্যে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা মনন। ১২ এপ্রিল ৭৩৭ পর্বে ইতি টানছে জনপ্রিয় এ ধারাবাহিকটির। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।

সোমবার দুপুরে দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে গিয়ে দেখা যায় শেষ পর্বের চিত্রায়ণে ব্যস্ত রয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা।

পরিচালক মনন বলেন, ‘একটা স্বপ্ন নিয়ে পালকী শুরু করেছিলাম। শুধু নাটক নির্মাণই আমাদের উদ্দেশ্য ছিল না। পুরো একটি ইন্ডাস্ট্রি বা টিম করার পরিকল্পনা ছিল। বিদেশি সিরিয়াল থেকে দর্শককে আমাদের দিকে ফিরে আনার জন্য এই উদ্যোগটি ছিল।’

আমরা সফল হয়েছি। যোগ করে পরিচালক আরো বলেন, ‘দর্শক ধারাবাহিকটি গ্রহণ করেছে। তার কারণেই ৭৩৭ পর্ব পর্যন্ত আমরা টানতে পেরেছি।’

পালকীর সেকুয়্যাল তৈরি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে পালকী নিয়ে দর্শকের উচ্ছ্বাসটা অন্যরকম। নতুন করে পরিকল্পনা এরই মধ্যে শুরু করে দিয়েছি। পালকী নিয়ে হয়তো খুব তাড়াতাড়িই আবার পর্দায় আসতে পারব।’

একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়েই নির্মিত হয়েছিল ধারাবাহিক ‘পালকী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার বিপরীতে রয়েছে ইমতু রাতিশ।

এ ছাড়া আরো অভিনয় করেছেন- রানী আহাদ, নওশিন, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, হিল্লোল, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১