বাংলাদেশের খবর

আপডেট : ১০ এপ্রিল ২০১৮

লালবাগে দরবারের খাদেমের বিরুদ্ধে মামলায় উত্তেজনা


ঢাকার লালবাগে একশ’ বছরের পুরনো দরবার শরিফের খাদেমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ভক্তরা। তার বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মামলার ঘটনা নিয়ে যেকোনো সময় দুইপক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহসহ নানা বিষয় সমাধান করতে তারা এই দরবারে আসেন।  বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দা সারোয়ার হাসনাইন পারিবারিক ঝামেলা নিয়ে দরবারে আসেন। এরপর তার ভাই ও ভাগ্নেও আসে। তাদের কথা শুনে খাদেম সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু এর আগে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সারোয়ারের ভাগ্নে ফারহান তার ছোটমামা আশিককে মারধর করে। খাদেম আশিককে উদ্ধার করে দরবারে দুই দিন থাকার ব্যবস্থা করেন। পরে সারোয়ারসহ স্বজনরা এলে তাদেরকে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেন খাদেম। এদিকে আদালতে গিয়ে ফয়সালা না করে তারা খাদেমসহ চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। তবে অভিযুক্ত ফারহানকে এতে আসামি করা হয়নি। এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১