বাংলাদেশের খবর

আপডেট : ১০ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার আন্দোলন

কোটাপদ্ধতি চিরস্থায়ী বন্দোবস্ত নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ফাইল ছবি


‘কোটা সংস্কারে চলমান আন্দোলন দুঃখজনক ও বেদনাদায়ক’ তথ্যমন্ত্রী। কোটাপদ্ধতি চিরস্থায়ী বন্দোবস্ত নয়। আগেও সংস্কার হয়েছে, ভবিষ্যতেও সংস্কার হবে। মেধা কোটা ৪৫ শতাংশ হলেও বাস্তবে তিনটি বিসিএসে ৭০ শতাংশের ওপরে মেধা কোটা থেকেই নিয়োগ হয়েছে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাণ্ডব চালানোর ঘটনায় আমরা ব্যথিত, মর্মাহত ও  উদ্বিগ্ন। ছাত্রছাত্রীদের ব্যবহার করে অশুভ শক্তি এ কাজ করছে বলে আমরা মনে করি। মন্ত্রিসভার বৈঠকের পরও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কোটা পদ্ধতির বিষয়ে খোঁজখবর নিয়ে সুষ্ঠু সমাধানের নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও আন্দোলনকারীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করে আশ্বস্ত করেছেন। সংশ্লিষ্টরা এ বিষয় নিয়ে কাজ করছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন রোববার থেকে তীব্র আকার ধারণ করে। রোববার আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

আন্দোলন চলাকালীন রোববার রাতে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালানো হয়। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনরত ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কোটা সংস্কারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে আশ্বস্ত করলেও, সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্তের আগে আন্দোলন থামবে না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১