বাংলাদেশের খবর

আপডেট : ১১ এপ্রিল ২০১৮

কাশ্মিরে ২ ভারতীয় সেনা নিহত


পাকিস্তান সেনাবাহিনীর ভারী গুলিবর্ষণে জম্মু ও কাশ্মির সীমান্তে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারত-নিয়ন্ত্রিত রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরের লাইন অব কন্ট্রোলে স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

ভারতীয় সেনাবাহিনী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করায় পাকিস্তান সেনাবাহিনীকে কড়া জবাব দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান বলেন, পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের উত্তম জবাব দেবে ভারতীয় বাহিনী। তারা সীমান্তে যেকোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত।

উল্লেখ্য, গত মাসে জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় লাইন অব কন্ট্রোলে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে একই পরিবারের ৫ জন নিহত হন। গত সপ্তাহে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে উসকানিমূলক গুলিবর্ষণের অভিযোগ এনে পাকিস্তান দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বিরুদ্ধে সমন জারি করে। এ ছাড়া গত মাসে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হান্সরাজ গঙ্গারাম দাবি করেন, জম্মু ও কাশ্মির সীমান্তে চলতি বছরের প্রথম দুই মাসে পাকিস্তানি সেনাবাহিনী ৬৩৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য ও ১২ বেসামরিক নিহত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১