বাংলাদেশের খবর

আপডেট : ১২ এপ্রিল ২০১৮

সিডি চয়েসের রেকর্ড


রেকর্ড গড়ল অডিও-ভিডিও-নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল, যা বাংলাদেশে এই প্রথম। এমন অর্জনে বিশেষ সাড়া পড়েছে দেশের সঙ্গীতাঙ্গনে।

সিডি চয়েসের এ সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। সোহেল বলেন, ‘২০১৪ সালের অক্টোবর মাসে আমরা ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু করি। ২০১৬ সালের জানুয়ারিতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে থাকি। প্রকাশ করতে থাকি দেশসেরা জনপ্রিয় শিল্পীদের অডিও-ভিডিও গান, নাটক ও সিনেমা। ফলে চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা এমন রেকর্ডের অংশীদার হতে পেরেছি।’

স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছে সিডি চয়েস। চ্যানেলটির মোট ভিউয়ার ৪৩ কোটি ৫০ লাখের বেশি। অডিও, ভিডিও, নাটক, চলচ্চিত্র মিলিয়ে চ্যানেলটিতে মোট ১ হাজার ২০০ কন্টেন্ট রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১