বাংলাদেশের খবর

আপডেট : ১২ এপ্রিল ২০১৮

মির্জা ফখরুলের মাতৃবিয়োগ

মায়ের সঙ্গে মির্জা ফখরুল ফাইল ফটো


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে ফাতিমা আমিনের জানাজা অনুষ্ঠিত হবে।

শায়রুল কবির জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ১ এপ্রিল ফাতিমা আমিনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফাতিমা আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বলে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে ফাতিমা আমিনের মৃত্যুর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ফখরুলকে শোক ও সমবেদনা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘কিছুদিন আগে আমারও মা মারা গেছেন। মা হারানোর বেদনা আমি বুঝি।’ পরে তিনি ফাতিমা আমিনের জানাজার সময় ও স্থান সম্পর্কে খোঁজখবর নেন। ফোন করার জন্য ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

ওবায়দুল কাদেরের ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১