বাংলাদেশের খবর

আপডেট : ১২ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার

প্রধানমন্ত্রীর নির্দেশেই প্রজ্ঞাপন জারি : জনপ্রশাসন সচিব


সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেগুলো শুনেছি। তিনি কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেছেন, আবার তিনি প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যাতে স্বার্থ সংরক্ষিত হয় সে বিষয়ে পৃথক ব্যবস্থা নেবেন সে আশ্বাসও দিয়েছেন।’

তবে সব কোটা বাতিল হবে কি না- এমন প্রশ্নে সচিব বলেন, ‘সেটা যখন প্রজ্ঞাপন জারি করব তখন আরো বিশ্লেষণ করে সেগুলো স্পষ্ট করব। সেগুলো সরকার প্রধানের কাছ থেকে সুস্পষ্ট পরামর্শ, নির্দেশনা পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে।’

এদিকে কোটা বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে  চলমান আন্দোলন স্থগিতের ঘোষনা দেন শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুততম সময়ে  প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রজ্ঞাপন জারির আহ্বান জানান আন্দোলনকারীরা ।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১