বাংলাদেশের খবর

আপডেট : ১৫ এপ্রিল ২০১৮

অস্ত্রধারী ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

হকার উচ্ছেদের সময় ফাঁকা গুলি করছেন ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার ছবি: সংগৃহতি


অস্ত্রধারী ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর গুলিস্থানে হকার উচ্ছেদের সময় গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এই প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার কর্মকর্তা মো. মাহবুবুল হক।

অভিযুক্তরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান। 

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১